বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সংশোধনী আইন-১৪, ১৯৯৬ অনুযায়ী বিএআরআই-এর ম্যান্ডেট নিম্নরুপ :
১. বিস্তৃত আঙ্গিকে গবেষণাকার্যক্রম অনুমোদন করা ;
২. মাটি ও পানির বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে উদ্ভাবিত ফসলের বিভিন্ন জাতের মূল্যায়ন। বিভিন্ন ধরনের লাগসই
প্রযুক্তি উদ্ভাবন, রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই ও উৎপাদনশীল কৃষি ব্যবস্থা নিশ্চিতকরণে গবেষণা
কার্যক্রম সম্পাদন করা;
৩. দক্ষতার সাথে কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা;
৪. কৃষিক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানে বিভিন্ন অঞ্চলে গবেষণা কেন্দ্র, উপকেন্দ্র, প্রকল্প এলাকা এবং খামার প্রতিষ্ঠা করা;
৫. নতুন জাতের ফসল এবং তাদের ব্যবস্থাপনার ওপর প্রদর্শনী খামার স্থাপন করা ও পরীক্ষা-নিরীক্ষা চালানো;
৬. ফসল গবেষণা এবং প্রতিষ্ঠানের কার্যাবলীর ওপর বার্ষিক প্রতিবেদন, ম্যানুয়েল, মনোগ্রাফ, বুলেটিন ও পুস্তক-পুস্তিকা প্রকাশ
করা;
৭. উদ্ভাবিত উন্নত প্রযুক্তির উপর গবেষক এবং সম্প্রসারণ বিদদের প্রশিক্ষণ প্রদান করা;
৮. স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা সুযোগ সৃষ্টি করা;
৯. নির্বাচিত সমস্যাবলীর ওপর সেমিনার, সিম্পোজিয়াম এবং কর্মশালার আয়োজন করা যাতে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও কেন্দ্রের
বিশেষজ্ঞগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞানের আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হয়;
১০. এই আইনের উদ্দেশ্য সাধনে প্রয়োজনীয় এ জাতীয় অন্যান্যা কার্যাবলী সম্পাদন করা।