পরিকল্পনা ও মূল্যায়ন উইং এর কার্যক্রমঃ
১. প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন ও প্রক্রিয়াকরণ (ডিপিপি / আরডিপিপি / টিএপিপি) করা
২. রাজস্ব বাজেটের অধীনে নতুন কর্মসূচি প্রস্তুত করা
৩.মাসিক প্রতিবেদন (আইএমইডি-৫) এবং ত্রৈমাসিক রিপোর্ট (আইএমইডি ০২ এবং ০৩) প্রস্তুত করা
৪. প্রকল্প পরিচালকদের প্রোফাইল প্রস্তুত করা (আইএমইডি -১০১)
৫. পরিকল্পনা প্রণয়ন (কর্ম, পণ্য ও সেবা) করা, প্রকল্পের কাজ পরিকল্পনা এবং কর্তৃপক্ষ কর্তৃক তাদের পরবর্তী অনুমোদনের ব্যবস্থা করা
৬. প্রকিউরমেন্ট অবস্থা (টেন্ডার সম্পর্কিত কার্যক্রম) সহ উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধান ও মূল্যায়ন করা
৭. প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতির তথ্যাদি কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করা
৮. প্রকল্পের সমাপ্তি রিপোর্ট প্রস্তুত করা (পিসিআর)
৯. প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভার সমন্বয় করা
১০. বিএআরআই এর পরিকল্পনা এবং উন্নয়ন সমন্বয় কমিটির (পি&ডিসি) বৈঠকের সমন্বয় করা
১১. প্রয়োজনে আইএমইডি, পরিকল্পনা কমিশন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা
১২. মহাপরিচালক, বিএআরআই পরিচালিত অন্যান্য কার্যক্রম সম্পাদন করা
১৩. কৃষি মন্ত্রণালয়ের মাসিক এডিপি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করা
১৪. “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি” অনুযায়ী ত্রৈমাসিক / অর্ধবার্ষিক রিপোর্ট প্রস্তুত করা
১৫. “টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য,২০৩০” এর বাজেট প্রণয়ন এবং রিপোর্ট প্রস্তুত করা
১৬. চলমান এবং প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলির জন্য এডিপি ও আরএডিপি প্রস্তুত করা
১৭. প্রধানমন্ত্রীর কার্যালয় ও কৃষি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার মাসিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা
১৮. “মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন” এর মাসিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা
১৯. জাতীয় সংসদ (জাতীয় সংসদ) এর প্রশ্নের উত্তর প্রস্তুত করা
২০. মধ্যমেয়াদি বাজেট কাঠামোর বৈঠকে অংশগ্রহন করা
২১. পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও অগ্রগতির রিপোর্ট প্রস্তুত করা
যোগাযোগ
পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন)
ফোন: ০২-৪৯২৭০০২৪
মোবাইল:
ই মেইলঃ dir.plan@bari.gov.bd