Wellcome to National Portal
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ডিসেম্বর ২০২৪

বিএআরআই সাফল্য

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সফলতার সাথে উচ্চফলনশীল জাত সহ অন্যান্য কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে আসছে। দেশের জলবায়ু ও কৃষকের চাহিদা অনুযায়ী বিএআরআই এই পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৭৩টি উচ্চ ফলনশীল জাত এবং ৬৭২টি ফসল উৎপাদনের প্রযুক্তিসহ মোট ১৩৪৫ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

ক) উদ্ভাবিত জাতসমূহ :

ফসলের নাম উদ্ভাবিত জাতের সংখ্যা
দানা জাতীয় ফসল ৮৭
তৈলবীজ ফসল ৫৭
ডাল ফসল ৪৫
কন্দাল ফসল ১৪৮
সবজি ফসল ১৩৮
ফল ফসল ১০২
ফুল ফসল ২৬
মসলা ফসল ৫৯
আশঁ জাতীয় ফসল ১০
নেশা জাতীয় ফসল ০১
মোট ৬৭৩

খ) উৎপাদন প্রযু্ক্তি:

গবেষণা ক্ষেত্র প্রযুক্তি সংখ্যা
ফসল, মাটি, রোগবালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা ৩০৭
কৃষি যন্ত্রপাতি ৫১
সেচ এবং পানি ব্যবস্থাপনা ৩৮
শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি ৩৪
ফার্মিং সিষ্টেম রিসার্চ ২০৫
জীব প্রযুক্তি ৩০
নিরাপদ খাদ্য ০৭
মোট ৬৭২

সর্বমোট প্রযুক্তি (উদ্ভাবিত জাত + উৎপাদন প্রযুক্তি): ৬৭৩+৬৭২ = ১৩৪৫

এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ডাল, তৈলবীজ, সবজি, ফল ইত্যাদির ১০০০০ এর অধিক কৌলি সম্পদ (জার্মপ্লাজম) জিন ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করছে।