বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সফলতার সাথে উচ্চফলনশীল জাত সহ অন্যান্য কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে আসছে। দেশের জলবায়ু ও কৃষকের চাহিদা অনুযায়ী বিএআরআই এই পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৭৩টি উচ্চ ফলনশীল জাত এবং ৬৭২টি ফসল উৎপাদনের প্রযুক্তিসহ মোট ১৩৪৫ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে।
ক) উদ্ভাবিত জাতসমূহ :
ফসলের নাম | উদ্ভাবিত জাতের সংখ্যা |
দানা জাতীয় ফসল | ৮৭ |
তৈলবীজ ফসল | ৫৭ |
ডাল ফসল | ৪৫ |
কন্দাল ফসল | ১৪৮ |
সবজি ফসল | ১৩৮ |
ফল ফসল | ১০২ |
ফুল ফসল | ২৬ |
মসলা ফসল | ৫৯ |
আশঁ জাতীয় ফসল | ১০ |
নেশা জাতীয় ফসল | ০১ |
মোট | ৬৭৩ |
খ) উৎপাদন প্রযু্ক্তি:
গবেষণা ক্ষেত্র | প্রযুক্তি সংখ্যা |
ফসল, মাটি, রোগবালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা | ৩০৭ |
কৃষি যন্ত্রপাতি | ৫১ |
সেচ এবং পানি ব্যবস্থাপনা | ৩৮ |
শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি | ৩৪ |
ফার্মিং সিষ্টেম রিসার্চ | ২০৫ |
জীব প্রযুক্তি | ৩০ |
নিরাপদ খাদ্য | ০৭ |
মোট | ৬৭২ |
সর্বমোট প্রযুক্তি (উদ্ভাবিত জাত + উৎপাদন প্রযুক্তি): ৬৭৩+৬৭২ = ১৩৪৫
এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ডাল, তৈলবীজ, সবজি, ফল ইত্যাদির ১০০০০ এর অধিক কৌলি সম্পদ (জার্মপ্লাজম) জিন ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করছে।